বসন্তের আগুন ঝরে ওর সর্বাঙ্গে
দিগ-দিগন্তে ফুলেল গন্ধময়,
বসন্তের রূপ-ঝলকে প্রকৃতিকে
নতুন সাজে দেখি কি বিস্ময়!


বসন্তের সূর্য দীপ্তি দেয় কি তৃপ্তি
স্নিগ্ধ আলো কতো নিরাময়,
বসন্তের ফুলের হাসি রাশিরাশি
কানন জুড়ে সুরভি ছড়ায়।


বসন্তের পাখির গানে হৃদয় টানে
কিচিরমিচির সুরে যবে গায়,
বসন্তের কোকিল এলে গাছের ডালে
রাখালের বাঁশি সুর মিলায়।


বসন্তের পত্র-পল্লব কত যে দুর্লভ
প্রেয়সীদের মন কেড়ে নেয়,
বসন্তের রং রূপ প্রেমিক নিশ্চুপ
মায়াময় চোখ ভরে দেয়।


বসন্তের আম্রমুকুল এতই অতুল
মৌমাছিদল মধু নিয়ে যায়,
বসন্তের সর্ষে ক্ষেতে চাঁদনী রাতে
হলদে আভায় ঢেউ খেলে যায়।


বসন্তের এ ক্ষনে সব প্রেমী মননে
আনন্দ খুশির তুফান বয়,
বসন্তের রূপ ঝলকে চোখের পলকে
লাগে আহা কতো মায়াময়!


বসন্তের প্রকাশে দক্ষিণা বাতাসে
প্রাণ জুড়ায় শীতলতায়,
বসন্তের প্রভাবে মনের অনুভবে
অস্থির থাকি ব্যাকুলতায়!


বসন্তের মাঝে দেখি নতুন সাজে
সকল দৃশ্য নিদারুণ স্বর্গময়,
বসন্তের টানে শিহরণ জাগে মনে
দৃশ্য ফোঁটে কবির কবিতায়।


তারিখ: ১৩/০২/২০২২ইং