ছিল যে মোর এক প্রিয় ছাত্র
                    পড়িয়েছি দুই মাস,
পড়ার নামে তার বন্ধ মুখটি
                       মন থাকে উদাস!
চোখ থাকে না বইয়ের পাতায়
                  থাকে যে অন্য দিকে,
এভাবেই সে নিত্য দিন খুবই
                  ধোকা দেয় আমাকে।
হয়নি পড়া আজকে আমার
                     হবেই পড়াটা কাল,
ম্যাসেঞ্জারে পড়া জানতে চায়
                       হয় যখন বিকাল।
বিকালে জেনে সন্ধ্যার পরে
                       কীভাবে হয পাঠ?
ছোট্টো তবু অবুঝ নয় তো
                    বিবেকের মাঠ-ঘাট।
চিন্তা আমার মাথায় ভীষণ
                     এভাবে দিন গেলে,
বলবে আমায় নিশ্চয় সবাই
                        তুমি কী পড়ালে?
তাইতো আমি বলে দিয়েছি
                   পারছি না সামলাতে,
পড়া করে না অবহেলা করে
                   এমনি প্রতিটি রাতে।
বলেই দিলাম আর না হোক
                    আমার নিকট পড়া,
জরুরি এখন ওর জন্য এক
                        কড়া টিচার ধরা,
দূরে কোথাও পড়তে গেলে
                     খেলে বেতের বারি
পড়ালেখার উন্নতি সাধন
                    হবে যে তাড়াতাড়ি!