কান পেতে শোন, সুরের বাঁশিটা কোন কথা যেন কয়
বিরহের সব অভিযোগ নিয়ে করে খুব অনুনয়!
বাঁশবন হতে আমাকে যখন ছিন্ন করিয়া নিলো
আমার কান্না ও আর্তনাদে সকলেই কেঁদেছিলো।
তোমরা আমার এ অবস্থাকে অস্বীকার করো বুঝি
যাঁহার বক্ষ শোকে বিদীর্ণ এমন কাউকে খুঁজি।
যেজন প্রিয়র নিকট হইতে গিয়েছে খানিক সরে
পুনরায় সে-তো মিলন যুগের মধু সন্ধান করে।


আনন্দময় ওইদিন হবে আমার সোনালী ভোরে
এ কয়েদখানা ছেড়ে যাবো আমি প্রেমাস্পদের ক্রোড়ে।
জনসমাবেশে জনসম্মুখে কত-না দুখের জলে
ভালো ও মন্দ সবার সাথেই মিলেছি নানান ছলে।
সবাই সবার খেয়াল মতন আমার বন্ধু সাজে
কিন্তু কেউ-তো টেরই পেলো না, গুপ্ত কী মোর মাঝে!


মাত্রাবৃত্ত ছন্দঃ ৬+৬+৬+২
তারিখঃ ৩০/১২/২০২২ইং
রাতঃ ০৯:৪৭ মিনিট।