আজ কেন মনে হয় পৃথিবীটা ফাঁকা
পাশে নেই তুমি বলে লাগে বড় একা।
অসহায় বড় বেশি বাঁচি জ্বলে-পুড়ে
চলে গেছ তুমি যে ভিন্ন কারো নীড়ে।
বাঁধ ভেঙে চোখের জল ঝরে নির্ঝর
বোঝে না কত কষ্ট এই মনের ভিতর।
বিরহেরই গান লিখি গাই ভাঙা সুরে
শোনে শুধুই ঐ চাঁদ তারকার ভিড়ে।
হারানো সে বিকাল বেলা নদী পাড়ে
হেঁটেছিলাম যখন প্রিয়র হাতটা ধরে।
কথা ছিল তুমি যাবে না কভু ছেড়ে
সে কথা কি আজ তোমার মনে পড়ে?
সাক্ষী নেই আমার তবু হাজার জনে
দেখেছিল মোদের মধুময় সেই ক্ষণে।
কত প্রজাপতির দল উড়ে এসে পাশে
পাখিরা এসেছিল কুহুতান সুর মিশে।
নদীর ঢেউয়ের দোলায় কখনো তুমি
হারানোর গল্প করছিলাম হাতে চুমি।
মেখেছিলাম রঙ ভালোবাসা স্বপ্নের
তুমি মোর উত্তর হবে প্রতিটি প্রশ্নের।
চলছিল দুটি হৃদে ভালোবাসার ভীড়
আশা তো খুঁজে পাবে প্রণয়ের নীড়।
সেই দিন চলে গেল ভেঙে গেল কবে?
ভাষাহীন চুপিচুপি নির্বাক যে নিরবে।
ফুলগুলো দেখি আজও কই সে রূপ
বুঝিনি তখন আমি অন্ধকারের কূপ।
শহরে গিয়েছিলাম এক তুমি খোঁজে
স্থানান্তরিত হয়ে গেছে শহুরে ভাঁজে।
উপসংহারে তুমি ভূমিকাতে-ও তুমি
সারিতে পাওয়া তুমি হারিয়ে আমি।
গল্পের শুরুতে তুমি আজ তার ইতি
তুমিহীনা সক্রিয় যে নেই কোন গতি।
ভালো থেকো ভালোবাসি বলে আজ
তোমাকে নিয়ে লেখা আমার কাজ।
বেঁচে থাকবো স্মৃতিগুলো মনে ধরে
ভেবে ভেবে তোমার কথা বারেবারে।


তারিখঃ ১৯/০৭/২০২২ইং
রাতঃ ১১:৫২ মিনিট।
আলীপুর, ফরিদপুর।