আর মনে পড়লেও কাছে পেতে চাইবো না,
পাহাড়ের কান্না দেখে আপন কান্না ভুলে থাকবো ।
নদীর মতো চলে যাবো, থামবো না তোমার তীরে
শতবার খুন হবো না পাওয়ার যন্ত্রণায় তবুও
তোমাকে কাছে পেতে চাইবো না।


মেঘেরা হাতছানি দিবে নগ্ন পায়ে ভিজবো বৃষ্টির তালে
আবার হাজার বছর রোদে শুকিয়ে নিবো নিজেকে।
ভীষণ জ্বরে প্রকম্পিত শরীর, বিছানায় পড়ে থাকুক
তবুও, তোমাকে কাছে পেতে চাইবো না।