তোমায় ভোলা যায় না সহজে
তুমি আছো এই হৃদয়ের মাঝে।
তুমি আছো জুড়ে দুই আঁখি
তুমি আমার বুকের খাঁচার পাখি।
তুমি আমার প্রাণের ভাঁজে ভাঁজে
তোমায় ভোলা যায় না সহজে,
তুমি আছো এই হৃদয়ের মাঝে।


তুমি আমার চিন্তা ভাবনা
তোমায় ছাড়া মন কিছু চায় না।
তোমায় নিয়ে কবিতা আমার
এক দুটি নয় হাজারো হাজার।
তোমায় ছাড়া সবকিছুই মিছে
তোমায় ভোলা যায় না সহজে,
তুমি আছো এই হৃদয়ের মাঝে।।


তুমি আমার গভীর রাতের স্বপ্নমালা
তুমি আমার দিবস জুড়ে আলোকমালা।
চাঁদনী রাতে বুক আকাশের জোৎস্না তুমি
তোমার গায়ের ঝরা আলো কুড়াই আমি।
তোমার আলো মাখি আমি নিশির মাঝে
তোমায় ভোলা যায় না সহজে,
তুমি আছো এই হৃদয়ের মাঝে।


তুমি যে বাগানের ফুল কিংবা ফুলের কলি
সেই বাগানের আজ হতে আমি নতুন মালী।
তোমার ওই পাপড়িগুলোর সোভা কতো
বুকে আমার সুগন্ধি ঝড় বইছে অবিরত।
আহা গন্ধ তোমার সুবাসিত লাগে কী যে!
তোমায় ভোলা যায় না সহজে,
তুমি আছো এই হৃদয়ের মাঝে।


সবুজিমার স্নিগ্ধ আদর তোমার কাছে খুঁজি
এক সাগর ভালোবাসা তোমার বুকেই বুঝি।
সাগর সাগর মহা সাগর তোমার কাছে আছে
তাইতো আমি ছুটেছি আজ শুধু তোমার পিছে
তোমারই প্রেমের ঘন্টা উঠলো আবার বেজে
তোমায় ভোলা যায় না সহজে
তুমি আছো এই হৃদয়ের মাঝে।


তারিখঃ ২৪/১২/২০২১ইং
রাতঃ ১১ঃ৩০ মিনিট।
রাস্তায় হাটাহাটির সময়
(০৯ মিনিট ১৭ সেকেন্ডে রেকর্ডে ধারণকৃত কবিতা)