(০১)
স্রষ্টা তোমার সৃষ্টি জগত রহস্যময় জানি
সৃষ্টি মাঝে তোমার আলাপ পাই যে অনেকখানি ।
তোমার সৃষ্টি চাঁদ-সমুদ্র আলোর সূর্য তারা
সুনিপুণ সৃজন হেরি হৃদয়ে দেয় নাড়া ।


(০২)
ঝেড়ে ফেলো গাত্র থেকে সকল অহংকার
মনন জুড়ে সাজাও এবার নূরের অলংকার


(০৩)
গভীর নিশীথে প্রেমের জ্বালায় জ্বলে বুক, আঁখিদুটি
একটু সুখের ছোঁয়া পেতে যাই মাওলার তরে ছুটি ।


(০৪)
ভোরের আজান হয় প্রাণ জাগে
মনে হয় প্রিয়জন ডাকে
শয্যা ছাড়ি জলে ভেজাই অঙ্গ
ছুটি ভালোবাসতে তাঁকে ।


(০৫)
মানুষের ভালোবাসা জ্বালায় পুড়ায়
আল্লাহর ভালোবাসা সে ক্ষত জুড়ায় ।


(০৬)
হে মুমিনগণ, তোমাদের পরে ফরজ হইলো রোজা
মুত্তাকী হওয়া তোমাদের যেন হয় অনেকটা সোজা।