তোমার কাছে একটি ফোঁটা চাইতেই
তুমি একটি সাগর দান করো,
বাদশাহ'র শান তো এমনি হয়
কেউ খালি হাতে ফেরে না।
আমি আর কোন দুয়ারে যাবো না
পড়ে থাকবো আমরণ,
তোমার দুয়ারের এক-একটি ধূলিকণা
মণি-মুক্তার চেয়েও অমূল্য!
এখানের ছেঁড়া চাটাই-এর খবর কি আর বলবো
বাদশাহ'র মস্তকে ধারণকৃত বহুমূল্যবান মুকুটের সাথেও তুলনা চলে না।
এই দুয়ারে ভিক্ষা করা আমার জীবনের ব্রত।
ভিক্ষা হিসাবেই না হয় তুমি দিও তবে
ভালোবাসা একটি ফোঁটা।
যেটা হৃদয়কে এক সাগর বানাবে।