আজকে হৃদয় মুক্ত বনে
কাটবে সারা বেলা
আয়'রে ছুটে বন্ধু তোরা
করবো সবাই খেলা।


ভিজবো এবার মেঘ-বৃষ্টিতে
কাটবো জলে সাঁতার
ভেঙে যাক আজ মলিনতা
পিষবো তলে যাঁতার।


ফুল তুলিবো এ বাগানের
গাঁথবো একটি মালা,
অনুভূতির সুতোয় গাঁথবো
থাকবে না মন কালা।


নদীর ধারে বটের ছাঁয়ে
বিকাল জুড়ে মেলা
মুক্ত হওয়া প্রাণ জুড়িয়ে
ফিরবো সাঁঝের বেলা।


আজ আমরা বাঁধন হারা
নাটাই ছাড়া ঘুড়ি,
আয়'রে সবাই মুক্ত মনে
মুক্ত ডানায় উঁড়ি।


স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২
তারিখঃ ০২/০৬/২০২২ইং