জীবনে আমার দুঃখ ও সুখ,
মিলে মিশে একাকার,
বিষাদের সাথে, নিষাদের সুরে,
সরোজেতে গান্ধার।
কণ্টকময় দিশাহীন পথে,
তোমার জীবনরথ,
বারে বারে জানি পেয়েছে আঘাত,
থমকেছে শুধু পথ।
জানিনা এপথে কেন বারেবারে,
মনের রসদ খুঁজেছ ,
পাওনি কিছুই, তবু বুক বেঁধে,
আঁধারেতে হাতড়েছ।
হয়তো কোথাও আলোর আড়ালে,
ভাবছো বা আমি রয়েছি,
আছি কিনা আছি যতদিন বাঁচি,
তোমার দুঃখই সয়েছি।
এজনমে জানি ঘর বাঁধবার,
বাসনা হবে না পূর্ন,
আঘাতে আঘাতে সময়ের সাথে,
আশার পাহাড় হবে দীর্ন।
জেনে রেখো সই, আগামী জীবনে,
তুমি, আবার আসবে ফিরে,
আমার ভালো ‘বাসা’ গড়ে উঠবে,
শুধু তোমাকেই ঘিরে।