মেঘ ধরেছে বৃষ্টি পড়ে
ভোর সকালে দিন দুপুরে
গোধূলি আর সন্ধ্যারাতে।

বৃষ্টি আসে বৃষ্টি পড়ে
যখন তখন বিরক্ত লাগে
ছাগলেরা মে মে ডাকে।

রিম ঝিমঝিম বৃষ্টি পড়ে
যেথায় সেথায় টিনের ঘরে
ঝোঁপ ঝাড়ে আর আঙিনাতে।

টাপুর টুপুর বৃষ্টি পড়ে
কূপের জলে গাছের তলে
খালে বিলে পুকুর জলে।

টেপর টেপর বৃষ্টি পড়ে
ব্যাঙের ছাতায় আমার মথায়
গাছের পাতায় লতাপাতায়।

শির শিরশির বৃষ্টি পড়ে
সবুজ বনে খড়ের চাউনে
পাখির বাসায় ছনের চালায়।

ঝির ঝিরঝির বৃষ্টি পড়ে
আমার ছাতায় চাষার মাথায়
গরুর গায়ে কৃষাণীর পায়ে।

টুপ টুপাটুপ বৃষ্টি পড়ে
খালে বিলে সবুজ ঝিলে
দিঘির জলে শাপলা ফুলে।

ঝিম ঝিমাঝিম বৃষ্টি পড়ে
বিলের জলে ঘরের চালে
কূপের জলে গাছের ফলে।

ঝুম ঝুমাঝুম বৃষ্টি পড়ে
টিনের ঘরে ছাপার 'পরে
তাল পাতায় ফলের থোকায়।

বৃষ্টি ঝরে বৃষ্টি পড়ে
খেলার মাঠে রাস্তা ঘাটে
জেলের গায়ে মাঝির নায়ে।

বৃষ্টি নামে বৃষ্টি পড়ে
হাঁসের গায়ে মহিষের দেহে
বেয়াল জালে ছল ছলিয়ে।

টিপ টিপটিপ বৃষ্টি পড়ে
গাছ নড়ে পাতা পড়ে
হঠাৎ জোরসে বাতাস এসে।

বৃষ্টি আসবে বৃষ্টি পড়ে
ঘেঙর ঘেঙর ব্যাঙ ডাকে
ঝিঝি পোকা সুর আঁকে।

বৃষ্টি রে বৃষ্টি পড়ে
জামা-কাপড়ে কাঁথা জুড়ে
খাদ্য সরষে ভিজে যাচ্ছে।