মনের পাখির স্বপ্ন মনে,
গড়বে নীড় ঔ গগনে।
থাকবে একা সঙ্গোপনে,
নীড় গড়বে শুকনো শনে।
কিন্তু পাখি জানেনা কভু হায়-
গগন ছোয়া, সেতো পাখির কল্পনায়।
বাস্তবতা নিষ্ঠুর যতটুকু!
পাখির ডানার নেই জোর ততটুকু।
সাঙ্গ হল পাখির মনের সকল অভিপ্রায়,
গগনে নীড় থাকলো ঘিরে পাখির কল্পনায়।