দক্ষিণা হাওয়ার দোলনাতে
দুলছে নিশি সাদৃশ চুল,
বড় সাধ করে গেঁথেছি সুতোয়
প্রভাতী বকুল ফুল।।
শক্ত সুতোও কোমল ফুলরে
রাখতে পারেনি ধরে!
জোর করেই কিছুকাল ভালোবাসার
লড়াই গেল লড়ে।
ভ্রমর ফুল খেদিয়ে দু'কুল,
ভুল কত ভুল শুধু সে চুলের জন্য।
প্রকৃতির অভিযোগ, ঈশ্বরের রায়-
ভুবন বাজার এপার-ওপার অপরাধী নামে গণ্য।