চিরদিন অর্জুন বীর
              মারে তীর ৷
অভাগা কর্ণের রথচক্র
গ্রাস করে ধরিত্রির।
   ভাগ্য চাকা নিশ্চল, স্থির ৷৷
প্রানপনে সচল করতে ক্লান্ত ৷
     কর্ণবীর বিপর্যস্ত, উদ্ভ্রান্ত ৷৷
অসহায় রক্তাক্ত কর্ণের হাহাকারে ৷
এখনও আকাশ বাতাস বিদীর্ণ করে ৷৷
ভাগ্যবান মারে ভাগ্যহীন মরে ৷
   ঘরে ঘরে দুর্ভাগা বীরেরা হারে ৷
  অনন্ত সম্ভাবনা চলে যায় বিস্মৃতির ঘরে।
         যে চালায় তীর সে বীর, আমির।।
                      সে রয়ে গেল বঞ্চিতের দলে।
                      যদিও জন্ম একই মায়ের কোলে।
                     সে ভাগ্যহীন ফকির।।
                    তারা ভুলে যায় অধীত বিদ্যা কার্যকালে,
     জীবন যুদ্ধে ভাগ্যের চাকা হয়ে যায় স্থির।।
         পরাজিত, আশাহত জীবনময়।
     ভাগ্যবানেরা শ্রীকৃষ্ণের সাহায্যে জয়ী হয়।।