মনেরই সাত তলা ঘর শুধু দুটি খুঁটির উপর
              মন এইসব ঘরে বসত করে জীবন ভর ৷
ঘর যেমন তেমন ব্যবহার,    এমনিতে কিছুই নেই তার,
                        কিন্তু করে বাহাদুরি ৷
                   যখন থাকে নীচের তিন ঘরে ৷
                      মুলাধার,স্বাধিষ্টান,মণিপুরে৷
     ষড়রিপুর কবলে থাকে,         করে সে মাতালগিরি ৷৷
  মনের শান্তি যায় যে চলে,      লোভ, ক্রোধ,কাম বেড়ায় খেলে,
                     শান্তি তোর মনের ভীতর নাই,
                   কাম, ক্রোধ, লোভ, ভয়ের অধীন,
                    দিন কাটে তার হয়ে পরাধীন।
                      শান্তি তার নেই রে ততদিন ৷৷
         সারা জীবন চেষ্টা করে,       ধরতে তারে পারবি না রে,
               মন যদি সিড়ি বেয়ে, ওঠে যখন অনাহত ঘরে ৷
               প্রেম তখন সবার তরে, মনেতে খেলা করে ৷
                         আনন্দে যে মন যায় ভরে ৷৷
      মন যদি আরও যায় উপরে       জ্ঞানচক্রে বসত করে,
        এ ধরা যে মায়াময়,             জানা তার সবই হয়,
                       মায়া মোহ গ্রাসে না তারে ৷৷
      যদি মন আরও উপরে যায়,      সহস্রারে সে পৌঁচায়,
                        তখন ঈশ্বরের সাক্ষাৎ পায় ৷
       অভ্যাস ও বৈরাগ্য ধরে,          মন ওঠে উপর ঘরে,
                       সাধনা বলে একেই,
                     এ তত্ত্ব জানলে রে ভাই ৷
                  জীবন যাবে চিদানন্দে ভরে ৷৷