আমার ডিজাইন খাতার,
অনেক কিছুই এখনো রয়ে গেছে।
এই পুজোয়, গত ঈদে,
গত গত ঈদে পুজোয়-
তোমার শাড়ি বা আমার পাঞ্জাবিতে,
সব আল্পনা আঁটে নি;
কয়েকটা আল্পনা একেঁছি মাত্র,
মনের দরদ দিয়ে,
আমার পূজো নিয়ে, তোমার পূজায়।।

নড়াইল, ২৫শে অক্টোবর ২০২০