হায় অভাগা নেতার-দেশ
নেতার যে তোর নেইকো শেষ।
হাজার নেতার হাজার ভাষণ
শেষে একই শোষণ শাসন।


সিংহাসনে যেই না বসে
সিংহ হয়ে রক্ত চোষে।
ঘানির বলদ, চোখে তালি
ভক্তরা দেয় রক্ত ঢালি'।


আমজনতার বুকে ছুরি
রাজা রানীর সদাই চুরি।
চুরির ধনে ভুড়ির জোর
মুকুট মাথায় হারামখোর।


আমজনতা, শ্রমিক যত
মালিক টাকার কোটি-শত।
সেই টাকাটাই নিজের মত
আত্মসাতে ওরাই ব্রত।


সেই টাকাটাই দেশের বাইরে
ওদের গোষ্ঠী থেকে খাইরে।
ওদের লজ্জা, শরম নাইরে
ভোটে জেতার মন্ত্র গাইরে।


আমজনতা কেন্দ্রে নাই
নেতার বাক্স ভোট তবু পায়।
সেই নেতারই চামচা যারা
গুণ গেয়ে হয় আত্মহারা।


গণতন্ত্র বন্দী ওদের হাতে
সহবাস ধর্ষকের সাথে।
দিনের আলোয় সতীত্ব হরণ
আসল স্বামীর নিত্য মরণ।


আমজনতা জাগবে এবার
সময় এলে ভোটটা দেবার।
চামচা-নেতার মরণ-বেলা
বন্ধ হবে জেতার খেলা।


আমজনতার শোন্ রে ডাক
আসুক প্রলয়, কালবৈশাখ।
স্বৈরাচারী নিপাত যাক
গণতন্ত্র মুক্তি পাক।