আমি কেমনে বলি আমি কতটুকু ধন্য
না চেয়েও যা পেয়েছি সে দানের জন্য।
তোমাদেরই মত একজন
অতি ছোট, অতি সাধারণ
ভালোবাসা দিয়ে তারে করিলে অনন্য।


যতবার ছুটে যাই, ছুঁতে চাই মাটি
মন চাই সাথে বসি, একসাথে হাঁটি।
ততবারই এমন করে
তুলে দাও আসন 'পরে
সেই ভুলে নিজেকেই উঁচু করি গণ্য!


যদি নিচে পড়ে যায় হাত ধরে তুলো
ভুল হলে ক্ষমা নিয়ে হৃদয়টা খুলো।
এই মুখে দিয়েছ যে হাসি
জেনো তার সব ভালোবাসি
তার বিনিময়ে দেব, নেই কিছু অন্য -
ভালোবাসা দিয়ে বলি - ধন্য, আমি ধন্য।