ইমান আলী মাটির মানুষ, মাটির উপর বাস
ইমান আলী সারাজীবন, করলো মাটি চাষ।
মাটির বুকে ইমান আলী দিল দেহের শ্রম
বৃদ্ধ হলো ইমান আলী - আজ শ্রমে অক্ষম।


মাটির মালিক বড়মিয়া, মাটি নিলো কেড়ে
ইমান আলী কোথায় যাবে মাটির মায়া ছেড়ে?
ইমান আলী রোগে ভোগে বিনা চিকিত্সায়
মাটির মালিক বড়মিয়া ফরজ হজ্জ্বে যায়।


ইমান আলী ভিটে বেচে শহরের পথ ধরে
কে জানে কী চিকিত্সাতে কোথায় শেষে মরে।
কেউ জানে না ইমান আলীর কোথায় হলো মাটি
হাজী বড়মিয়ার এখন দুঃখটা খুব খাঁটি -


"সাথে সাথেই ছিলি ব্যাটা আমার সারাজীবন
আর ক'টা দিন না বেঁচে তোর হলো কেন মরণ?
সেই তো নিয়ে এলাম ওরে জমজম কূপের পানি
পান করলেই সেরে যেতো জটিল অসুখখানি!
পাঁচটা গাঁয়ের কে আছে বল্ করেনি তা পান
তুই পেলি না সেই দুঃখে ফাটে আমার প্রাণ।"


হায় রে ইমান আলী! তোরা যুগে যুগে আসিস
বড়মিয়া, বড়বাবু - ওঁদের ভালোবাসিস।
দুনিয়াতে যাই ঘটুক না, ওরাই মাটির মালিক
চাষে, বাসে যাই করিস না, তুই আসলে শালিক।
যখন ইচ্ছা ওদের মাটি, ওরাই মারবে ঢেলা
মাটিবিহীন ভাগ্যে যে তোর রবে মরণ ঠেলা।