পৃথিবীতে মারণাস্ত্রের কত কারখানা
নিশ্চিত করে আজ নেই কারো জানা।
সভ্যতার বাজারে চলে দরকষা
মানবতা ধ্বংসের লাভজনক ব্যবসা।


সভ্যতার পন্য আজ কারখানায় তৈরী
প্রকৃতির পরশহীন, প্রকৃতির বৈরী।
কারখানায় কর্মীজীবন নয় নিরাপদ
তাদের জীবন নগন্য - পন্য সম্পদ।


একদা অতীতের সুন্দরী প্রকৃতি-দেবী
বিবর্ণ, রুক্ষ্ণ, ক্ষুব্ধ আজ মানবতা সেবি'।
ক্রমে সে নিজেই আজ মহা মারণাস্ত্র
কত প্রজাতি লুপ্ত হলো, জানা অল্প মাত্র।


মানব এক প্রজাতি, সঙ্খ্যা আজও বাড়ে
প্রকৃতির প্রতিশোধ কারেও নাহি ছাড়ে।
লুপ্ত প্রজাতির চেয়ে তারাও নয় ভিন্ন
চলে যদি এমন, অচিরে হবেই নিশ্চিহ্ন।


আজ তাই চাই এক নতুন কারখানা
মূলধন ছাড়া তার সব তথ্যই জানা।
বিনিয়োগকারী কেউ দেয় নাকো ঋণ
লাভের অভাবে তার বড়ই দুর্দিন।


মানুষ মূলধন তার, মানুষ তার আশা
সে কারখানায় তৈরী হয় যত্ন, ভালোবাসা।