সময় বয়ে গেছে সময়ের পথে নিমেষে চোখের পলকে
আনন্দ-বেদনার ক্ষণগুলি বেঁধে রেখে স্মৃতির অলকে।


চলে গেছে অনেকেই এ বুক জড়িয়েছে যাদের ভালোবেসে
সময় তবু থামেনি কোনদিন - নিজের স্রোতে গেছে ভেসে।


সুখের বিছানায় হয়নি জীবনের নিদ্রা সংগ্রামবিহীন
অর্থে ও অনর্থে যাপন করেছি কত সময়, কত দিন।


নিজেই দাঁড়িয়েছি নিজ পায়ে, আজও খুঁজি নিজ পথ  
কত রাত্রে কেঁদে ভিজাই অতীত, বর্তমান, ভবিষ্যত।


জীবন পথের এ শেষ প্রান্তে এসে আজ শুধু মনে হয়
যা কিছু ভেবেছি মূল্যবান - এ জীবন শুধু তার তরে নয়।


সুখ ও ভোগের তরে এ জীবনে কিনে গেছি যতকিছু পণ্য
প্রয়োজন ছিল কি সবকিছুর অন্তরে সুখ পাওয়ার জন্য?


ভয় আর উদ্বিগ্নে কেটে গেছে কত সময়, কত দিন
সবশেষে যা ঘটার তাই ঘটে - ভয়, ভাবনা অর্থহীন।


কতটুকু ছড়িয়েছি নিজেকে স্বজন ও পরের প্রয়োজনে
সেই মাপকাঠি মাপে সাফল্য, ব্যর্থতা আজ শেষ ক্ষণে।


জীবনের সৌভাগ্য কতটুকু ভাগ করে অপরের সাথে
নিজেকে করেছি কতটুকু শূন্য, যেতে শেষে শূন্য হাতে?


চোখ বুজে কোনদিন নিজেকে কি করে গেনু বিচার
ভালো হওয়ার, ভালো করার কিছুই ছিল না কি আর?


ভালোবেসে ডাকবে বলে প্রভু, এখন যখন গুনি দিন ক্ষণ
তখন নয় কি সময় ভাবার কতটুকু প্রেম-দয়া হলো বিতরণ?