এক গাঁয়ে ছিল এক সাধারণ লোক
অভিযোগ করতো না যা কিছুই হোক।
যদি বউ দিত খেতে তবেই সে খেতো
চাইতো না বেশীও সে যদি নাই পেতো।
বউ তার দেখে শুনে রান্না বদলায়
ঝাল নুন বেমানান, তবু খোঁজ নাই।
খাবার দেয় অর্ধেক, তবু খেয়ে ওঠে
বেশী পেতে কথা যেন মুখে নাই ফোটে।


অবশেষে বাধ্য হয়ে স্বামীকে শুধায়
চাও না খাবার তুমি উঠলে ক্ষুধায়।
যতই না মন্দ রাঁধি নেই কোন রাগ
তোমার মনের কথা করবে কী ভাগ?
স্বামী বলে, আমার যা ভাগ্যে লেখা - খাই
তুমি কেন দুঃখ পাবে বলে - আর নাই।