আর কতদিন ভাববি বসে
নামবি পথে কি না?
দিনে দিনে পথের দেনা
বাড়ছে চলন বিনা।


পথ ডেকে যায় চলার তরে
রইলি অলস বসেই ঘরে
ভাবিস যাবি কেমন করে
একলা সঙ্গীহীনা
আর কতদিন ভাববি বসে
নামবি পথে কি না?


বুঝলি না মন ঘরের মাঝে
সদাই সঙ্গী যারা
আজ কি বা কাল নামলে পথে
হবিই তাদের হারা।
অবহেলায় পথের পাশে
কাঁদছে যারা আলোর আশে
নামলে পথে তাদের সুরেই
বাজবে যে তোর বীণা
আর কতদিন ভাববি বসে
নামবি পথে কি না?


সবার চলার সহায় যে জন
সদাই বসে দেখে
একলা চলায় পা বাড়ায় যে
তার চলাটাই লেখে।
সেই চলার পথে চলে না যে
তার, জীবন লাগে কি বা কাজে?
চলনবিহীন কর্মহীন যাই বলে,
সবাই করে ঘৃণা
আর কতদিন ভাববি বসে
নামবি পথে কি না?