১৪৪।
যোদ্ধা! তুমি ভেবে দেখো যুদ্ধে যাবার আগে
যুদ্ধ জয়ে কী কী পাবে তোমার নিজের ভাগে।
রাজা রবে, রাজ্য রবে বংশ পরস্পরায়
তোমার বংশ পাবে কি তা, বাঁচতে যেটুক লাগে?


১৪৫।
ভেবেছিলাম বন্ধু পাবো মদের গেলাস হাতে ধরে
মদই যখন ধরলো আমায় বন্ধুরা সব গেল সরে।
এখন আমার সময় কাটে মদের সাথে প্রেমালাপে
হয়তো সে-ই হাসবে শুধু আমি যখন যাবো মরে।


১৪৬।
ভাঙা ক'খান মৃত্পাত্র বললো কুম্ভকারে
মাটির বুকে মিশে ছিলাম মাটিরই আকারে।
বৃথায় অন্য আকার দিয়ে পুড়াইলে আগুনে
লাগি না আজ মাটি কিংবা আর কারো দরকারে।