৭৭।
পানের পাত্র হাতে নিয়ে বসি ঝর্ণার স্রোত-পাশে
হৃদয়টাকে খুলে দিই যেন দুঃখ সে স্রোতে ভাসে।
গোলাপের মত জীবন আমার অল্প কদিনই বাঁচে
তবু যেন সে থেকে চিরযুবা স্বপ্নের সাথে হাসে।


৭৮।
ও গোলাপ! জন্ম কি তোমার আমারই মত কারো দেহের সারে
তোমার এমন হাসি-আনন্দে তাই কি গো দেখি তারে?
সকলই ভুলে তোমাকে করেছি আমার প্রাণের সখা,
কাল কী হবো তুমি ছাড়া কে আমাকে দেখাতে পারে?


৭৯।
যোদ্ধার কাছে শিখতে পারো সাহস
ঋষির শিক্ষায় পাবে জ্ঞানের যশ।
সত্যিই যদি চাও স্রষ্টার কৃপা
তার পথে যে হতেই হবে তাপস।


৮০।
শত্রু যারা তাদের থেকে হৃদয় তোমার মুক্ত করো
পুষ্টিদাতা পানীয়-খাদ্য দেহের জন্যে ভুক্ত করো।
গানের মূর্খ মাছি থেকে ঝড়ের বেগে পালাও দূরে
হৃদয়টাকে পূর্ণ খুলে জ্ঞানীর সাথে যুক্ত করো।