জীবন পথের বৃদ্ধ পথিক, কাব্য-জগতে নব্য ফকির
পুরানো কবির মেলেনা পাঠক, হবে কি কদর নতুন কবির?
হোক বা না হোক, যা কিছু শিখেছি জীবন পথের বাঁকে
লিখে যাব তাই ছন্দ ভাষায় নিত্য কাজের ফাঁকে।
শঙ্কিত হিয়াই তুলে দেব তাই এই কবিতার আসরে
কে জানে ভাগ্যে কি লেখা আছে ছন্দ খেলার বাসরে!
কোনদিন যদি কেউ প'ড়ে তা ভেবে থাকে কোনো ক্ষণে
হাসি বা কান্না সুখ ও বেদনা যা ছিল লুকানো মনে
আলো আঁধারের আবছা ছায়ায় পেয়েছে কথার ভাষা
পূর্ণ হবে নব্য কবির সুপ্ত মনের আশা।
সেই আশা নিয়ে নতুন পথে শুরু হোক পথ চলা
হয়ত হবে, হয়ত হবে না, অনেক কথায় বলা।
তবু তো হেথায় মিলিবে কথায় বৃদ্ধ এবং তরুণ
তাই লিখে যাব পছন্দ তা করুন বা নাই করুন।


১৯ ফেব্রুয়ারী, ২০১৬