রহিয়া রহিয়া ঝরে এ নয়নে যে জল
যত চাহি আমি রুধিতে তাহা, সব হয় নিষ্ফল।

যে বুকে সেদিন ভরা ছিল প্রীতি
সেই বুকে আজ কাঁদে শুধু স্মৃতি
দুনয়ন আজ নদী হয়ে শুধু ভেসে যায় ছল ছল।

তোমার হাতের পরশ প্রিয়, তোমার কণ্ঠস্বর
কত দূরে আজ নিয়ে গেছে হায় নিষ্ঠুর এক ঝড়।
বিজনে বসিয়া আমি একা একা
বিফলে টানি মিছে কত রেখা
যে মধুর ছবি আঁকিতে চাই, হয় তা সকলই বিফল।

আজি শাওন সঘন রাতে
পবন প্রলয়ে মাতে
আমি শুধু একা নীড়ে জাগা পাখি, কাঁদি বসে অবিরল।