পৃথিবীতে ঠিক বেঠিকের তর্কের শেষ নেই
সব সত্যির কিছু মিথ্যে যা'বে যেখানেই
সত্যি জানায় নেইকো মানা
সব সত্যি যায় কি জানা?
জানা যা তাই সত্যি মানে সর্বজনেতেই।


রাজহংস সাদা ছিল সারা ইউরোপেই
ভাবতো তারা, রাজহংস কালো কোথাও নেই
অস্ট্রেলিয়াই তারাই এসে
দেখলো কত বেড়ায় ভেসে
পার্থ শহরের মধ্যে দিয়ে সোয়ান রিভারেই।


হাজার প্রশ্ন করতে পারো উত্তর যার নেই
মন শান্ত বিশ্বাস আর ভালোবাসাতেই
তর্কে শুধু দূরে ঠেলে
বিশ্বাসেতে বস্তু মেলে
সত্যি যা তা মিথ্যাও হয় বেশী জানাতেই।