পাঠ্যবই আর প্রাতিষ্ঠানিক শিক্ষার
আছে কি ভাই প্রয়োজন?
যারা কোনো দিন বই পড়ে নি
তাদেত জ্ঞান করি আহরণ।
এমন মনীষী অনেক আছে
ইতিহাসের পাতায়;
অশিক্ষিত হয়েও নাম লিখেছেন
বিশ্ব-বিখ্যাত এর খাতায়।
আমরা যারা শিক্ষার তরে
চর্চা করি তাদের জ্ঞান;
অশিক্ষিত হয়েও এ জ্ঞান তারা
কেমনে করেছেন প্রদান?
জ্ঞান তো হল ঈশ্বরের দান
ঝালিয়ে নিতে হয়;
এ কি শুধু শিক্ষাই পারে
অন্য কিছু নয়?
শিক্ষিত হয়েও মূর্খের মত
কার্য যারা করে;
তবে কি প্রকৃত জ্ঞানার্জন
হয়েছে তাদের ভেতরে?
আমরা হলাম মুর্খ-সূর্খ
ভুলের সীমা নাই;
শিক্ষিত হয়েও কেমনে তারা
ভুলকে দেয় ঠাঁই?
চাই না করতে সেই জ্ঞানার্জন
মানুষকে করে অমানুষ;
অশিক্ষিত থেকেও দিব্যজ্ঞানী হব
যদি ঠিক ঠাক থাকে আমার হুষ।