অন্ধকারের সমাপ্তিরেখা


বুকের উপর থেকে এই বাতাসের রাত মুছে দিতে চাই না , ক্ষয় হোক কিছু অহংকারী পৌরুষ
অপ্রয়োজনীয় ক্রন্দন সব শেয়ালের চোখ
সূর্য দেখে না তারা,  চাঁদও দেখে না - জাগরণের নাম নেয়  আড়ি পাতে পানাপুকুর রাতে  -
গা ঘেঁসে গহন বনের বাইক চলে যায় -


পায়ের তল থেকে কারা পথ সরিয়ে নিয়েছে ; সেকথা ভুলে যেতে বলছে বৃক্ষরা-
সেমতেই স্পর্শ করি ঝরাপাতার রং  
আমি বাড়ি ফিরতেই চাই
ক্ষতচিহ্ণের প্রহরে সেকথা জানিয়ে দেয় ডাহুক -


যেদিকে ঘুরে দাঁড়াই পার হয়ে আসি গলাপচা শস্যক্ষেত, আকাশ নামে - ছিঁড়ে ফেলে বৃষ্টিপাত
গভীরতম নীলের ভয় ও ঘোরের ভেতর শুনেছি দেবতার স্বর  ;  কী গান গায় নির্বাণ , সমাপ্তিরেখায় -