প্রত্যাশার চাইতেও বিশ্বাস বেশি ছিল তোমাকে ঘিরে,
ভেবেছিলাম হয়তো একদিন
সব অভিমান ভুলে গিয়ে
বলবে আমায় হ্যালো কেমন আছো !


তোমাকে যতটুকু জেনেছি কিংবা বুঝেছি,
সহমর্মিতা অথবা সৌজন্যতা
তোমার কাছে প্রত্যাশা করতেই পারি,
জনম জনম শত্রুতা মনে পুষে রাখার মতো মানসিকতা তোমার থাকতে পারে
তা আমি কখনো বিশ্বাস করি না।


এখনো প্রতিক্ষণে
আমার ভাবনায়, আমার চিন্তা চেতনায়
আমার অনুভবে,অনুভূতিতে
জড়িয়ে আছো তুমি প্রবল ভাবে।


কিন্তু, কি আশ্চর্য !
তুমি অবলীলাক্রমে
আমাকে এলোমেলো করে দিয়ে
আমার স্বপ্নগুলোকে প্যাকেট বন্দী  করে
ছুঁড়ে দিলে অসহনীয় যন্ত্রণার ডাস্টবিনে।