বন্ধ হচ্ছে কল কারখানা
বেকার হচ্ছে মানুষ,
তবুও ; তারা ভাবছে মানুষ বোকা !
প্রতিনিয়ত,দিচ্ছে তারা ধোকা।

অর্থনীতি আজ খুবই নাজুক
গরীবের পেঠে কিছুই না ঝুটুক,
মসনদে বসে খাচ্ছে হাওয়া
তুচ্ছ করে আম জনতার চাওয়া ।

চাঁদাবাজ আর লুটেরার ফাঁদে
বিচারের বাণী নিভৃতে কাঁদে,
ক্ষমতার গরমে,শাসন আর শোষণে
ব্যস্ত বিবেক রাজার তোসনে।

মুখে বলে গণতন্ত্রের কথা
তবুও বুঝেনা জনতার ব্যথা,
জুর যার মুল্লুক তার সেই নীতিতে
চালাচ্ছে দেশ স্বৈরাচারী রীতিতে।

অন্ধকারের পরে আসবে আলো
জনগণ বুঝবে কোনটা হবে দেশের ভালো,
মুক্তিযুদ্ধ এখনো হয়নি শেষ
দেয়ালে পিঠ ঠেকলে ঘুরে দাঁড়াবে প্রিয় স্বদেশ।