আকাশে পূর্ণচাঁদ;
দিঘীর জলে জ্যোৎস্নার আলো ঝলমল
জোনাকীরা মেলা বসিয়েছে ঝোপে
থেকে থেকে ডাকছে একটা লক্ষ্মীপেঁচা।
এই বিষাদগ্রস্ত মধ্যরাতে
তুমি একাকী জেগে কী ভাবছো আলো?
তার কথা ভেবে পোড়াচ্ছো কী তোমার অন্তর?
নাকি সেই যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে
অপেক্ষা করা তোমার জন্য,
হুট করে একদিন তোমার হাতে
ধরিয়ে দিলাম আমার লেখা কবিতা!
জোনাকীরা মেলা বসিয়েছে
পোড়া বুকে তার জন্য
পুষে রেখেছো কি ভীষণ উত্তাপ?
তোমার ঐ নিথর দুইচোখ
কাকে খুঁজছে আঁধারে?
তোমার মস্তিষ্কে কী অনুরণন তুলছে
সেই সব স্মৃতিগুলো?
জানো আলো আমি যেদিন চলে গেলাম
সেদিন হতে আর তোমার জন্য
অপেক্ষা করিনা মোড়ের মাথায়
মানুষটা যেন হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছে।
আমি যাবার আগে তোমার জন্য
একটা চিরকুট লিখেছিলাম
মোমের আগুনে পুড়িয়ে ফেলেছি সেটা।
সুন্দর অক্ষরে লেখা ছিলো তাতে
প্রিয় মানুষেরা দূরে সরে যায়
রেখে যায় কিছু স্মৃতি।
আকাশের পূর্ণচাঁদ ক্ষয়ে ক্ষয়ে যায়,
দুঃখের হয় না ইতি!