আরেকটু পথ বোধ হয় তুমি আমি
হাঁটতে পারতাম একসাথে
আরেকটু কথা বলে নিলেই
হয়তো সব মিটে যেতে পারতো।
অথচ তুমি ভুলে গেলে
প্রিয় পরিচিত সে ডাকনাম
আমাদের আর কথা হলোনা!
দুজনার হৃদয়ের মানচিত্রের সীমানায়
কাঁটাতারের সৃষ্টি হলো!
শেষবারের মতন আমরা দুজন
দুজনের কপালে চুমু খেয়ে
দুদিকে চলে যেতে পারতাম।
সম্পর্কটা থাকতোনা;
শ্রদ্ধাবোধটা রয়ে যেত।
অথচ তুমি কি ভীষন অভিমানে
মুখ না ফিরিয়ে চলে গেলে।
ফিরে তাকালেই হয়তো দেখা যেত,
দুজোড়া চোখ কি অদ্ভুত আগ্রহ নিয়ে
ফিরে আসবার অপেক্ষায় চেয়ে আছে!
চলে যাওয়াতে অন্যায় কিছু নেই
তবে অভিযোগ জমিয়ে রেখে
চলে যেতে নেই।
শেষ চেষ্টাটা বোধয় করা যেত।
আমরা আরেকটু পথ চাইলেই
বোধ হয় পাখির মতন ডানা ঝাপটে
একসাথে উড়ে যেতে পারতাম,
অথচ, আমাদের আর উড়া হলো না
হবেওনা আর  কখনোই।
অভিমানে উড়ে যাওয়া পাখি
আর কখনোই তার পুরাতন ঘরে ফিরেনা!