আমার খুব ইচ্ছে একসাথে বৃষ্টিতে ভেজার
কদম ফুল আমার খুব ভালোলাগে
তাই অপেক্ষা করি
কদম আনবে আমার জন্য |
নিজেকে হারাবো তোমার মাঝে
তোমার উষ্ণ বুকে
মুখ লুকিয়ে নিশ্চিন্তে ঘুমাবো
তুমি কি আগলে রাখবে আমায়?
নাকি কোনো অঝোর ঝড়ে
ভাসিয়ে দিবে কালের স্রোতে?
তবু আমার বারবারই
তোমার সাথেই ভিজতে ইচ্ছে করে।
এই সৌভাগ্য আমায় হয়নি! আফসোস হয়!
এই দেখো কদমের পাপড়িতে
জমে থাকা বৃষ্টির জলকনাটি
কত অপূর্ব লাগছে!
কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়না
কখনোই কোন আলোর প্রকাশে।
কোনো এক বৃষ্টিস্নাত দিনে
ঝুম বৃষ্টিতে হাতে কদম ফুল নিয়ে
আমি অপেক্ষা করবো।
তুমি এবং বৃষ্টি নিয়ম করে
কখনোই এ জীবনে আসনি
এসেছিলে অনেকটা নিয়তি হয়ে
কিংবা অচেনা অতিথি হয়ে!
তবুও আবেগে আপ্লুত হয়ে বৃষ্টিকে
তুমি করে নেই খুব সাঙ্গোপনে!
আমার মৃত্যু হোক কোন এক বৃষ্টির দিনে
ভেজা শহরে, ভেজা হৃৎপিন্ড নিয়ে
যখন তুমি দাঁড়িয়ে থাকবে
কদম ফুল হাতে, ঠিক সে সময়ে!