আমি সেই প্রেমিক হতে চেয়েছিলাম,
যে এক ডজন রমনীর প্রেম উপেক্ষা করে
তোমার হাসিতেই বিধ্বস্ত হতে চেয়েছিলাম, তোমার মনে ভালোবাসার চিহ্ন এঁকে
সাহসী প্রেমিক হতে চেয়েছিলাম।
আধুনিক যুগের ইন্টারনেটে মেসেজ ছেড়ে
কাঁচা হাতে চিঠি লিখে
চমকে দেওয়া প্রেমিক হতে চেয়েছিলাম।
প্রচন্ড জ্বরে কাঁপুনির ভান করে জড়িয়ে ধরে
ঢং করা প্রেমিক হতে চেয়েছিলাম।
মাসের শেষে টিউশনির একশ টাকা বাঁচিয়ে
এক জোড়া নীল চুড়ি কিনে
মধ্যবিত্ত উম্মাদ প্রেমিক হতে চেয়েছিলাম!
হাত খরচের টাকা বাঁচিয়ে
একপাতা কালো টিপ কিনে মুগ্ধ করে দেওয়া
বোকা প্রেমিক হতে চেয়েছিলাম।
সস্তা টকটাইমে ঘণ্টার পর ঘণ্টা
অযাচিত কথা বলে রাত কাটিয়ে দেওয়া
নিশাচর প্রেমিক হতে চেয়েছিলাম!
সামান্য সময় ফোন ওয়েটিং পেয়ে
অভিমানে ফোন বন্ধ করে আক্ষেপ নিয়ে
ঘুমিয়ে যাওয়া প্রেমিক হতে চেয়েছিলাম।
পাড়ার মাঠে লাস্ট বলে ছয় হাঁকিয়ে
সে সময়ের অনূভুতি প্রকাশ করা
ছ্যাঁচড়া প্রেমিক হতে চেয়েছিলাম!
ভুল বানানে কবিতা লিখে মুগ্ধ করতে চাওয়া
শিক্ষিত প্রেমিক হতে চেয়েছিলাম।
প্রেমিকার কড়া শাসনে সিগারেট ছেড়ে দেওয়া
বাধ্য প্রেমিক হতে চেয়েছিলাম!
আমি উপন্যাসের নায়কের মত
আবেগী প্রেমিক হতে চেয়েছিলাম।
একটি গোলাপ হাতে কলেজ গেটে দাঁড়িয়ে থাকা
বখাটে প্রেমিক হতে চেয়েছিলাম!
বিশ্বাস করো; আমি আজো প্রেমিক হয়ে উঠতে পারিনি!