তুমিতো জানো সমুদ্র আমার খু্ব ভালোলাগে
কিন্তু কোনোদিনও সৌভাগ্য হয়নি সমুদ্রের কাছে যাবার!
তোমাকে কোনোদিনও বোঝাতে পারবো না
সমুদ্রের ঢেউ যে কি মাতাল করে আমায়।
কোনো এক পূর্ণিমার রাতে তুমি আর আমি
সমুদ্রের খুব কাছে গিয়ে মিশে যাবো সমুদ্রের সাথে!
চাঁদ তার আলো দিয়ে পাহারা দেবে আমাদের
সেদিন গৃহত্যাগী জোছনায় ছেঁয়ে যাবে সমুদ্র বালুচর
আর সমুদ্রের কিনারে বসে পা দুখানা ভেজাবো নোনাজলে।
তারপর আমরা চুপটি হয়ে বসে শুনবো সমুদ্রের গর্জন,
সমুদ্রের বুকে কিসের এতো বেদনা যে এইভাবে গর্জন করে?
সেটা জানার মিছে চেষ্টায় ব্যর্থ হবো আমরা!
তারপর আমরা হাঁটবো, হাঁটতে হাঁটতে বালি নিয়ে খেলবো।
আমি মিছে চেষ্টা করবো বালি দিয়ে ঘর বানাবার!
যেমনটা মিছে স্বপ্ন দেখে মিছে ঘর বানাই তোমাকে নিয়ে।
কোন ঘর বাধাঁ না হোক,
সমুদ্র হোক আমাদের একমাত্র বিচরণ ভূমি। কি বলো?
আমাদের সমুদ্রবিলাসে নীল শাড়িটা থাকবে তোমার পরনে
ভেবো না, তখনও আমি তোমায় ভালোবেসে রুপা ডাকবো!
পরন্ত বিকেলে হিম শীতল বাতাসে উড়বে নীল শাড়ির আঁচল,মেঘকালো চুল!
সমুদ্র তীরে দাড়িয়ে উৎসুক দৃষ্টিতে,
তুমি তাকিয়ে আছো দিগন্তের শেষ প্রান্তে!
দেখছো রৌদ্রের ঘ্রাণ মুছে ফেলে পাখিদের নীড়ে ফেরা।
আর আমি দেখছি তোমার মায়াবী চোখের বিশালতায়
নিজেকে বিলীন করার ব্যকুলতা।
কোনোদিন যদি আমার মৃত্যু হয়,
তবুও এই ইচ্ছেগুলোর কোনোদিনও মৃত্যু হবে না।
তোমার সাথে সমুদ্রবিলাস করার জন্য,
সত্যিই আমার বাঁচতে ইচ্ছে করে আরও কয়েকটি দিন!
সমুদ্রের গর্জনের মতো তোমার বুকের গর্জন
শোনার জন্য হলেও
বাঁচতে চাই আরও কয়েকটা দিন!
রুপা, সময় বোধহয় ফুরিয়েই আসছে আমার!
কোনোদিনও যদি এই ভরা জোছনায়
তোমার হাত ধরে হাঁটতে না পারি
তুমিই বরং উপভোগ করো সমুদ্রের সৌন্দর্য্যকে!
আর যদি পারো সমুদ্রকে গিয়ে বলো আমার কথা!
>Thursday, May19, 2022