অনেক আগেই হারিয়েছে সবকিছুই,
আত্মাটিও!
মনুমেন্টের মত দাঁড়িয়ে আছি তিন রাস্তার মাঝে...


এই দাঁড়িয়ে থাকা কি শুধুই দাঁড়িয়ে থাকা?
নদীর স্রোতের মতো হয়তো ভেসে যাওয়া নয়, নিঃশব্দে অন্তহীন বরফের মতো গলে যাওয়া...


মানিয়ে নেওয়ার করুণ বৃষ্টির ভেতর আত্মাও অপর হয়ে যায়!