ভিক্ষার পাত্র হাতে ঘুরি দ্বারে দ্বারে
লোকেরা আমায় তাইতো উপহাস করে,
জ্ঞানের অন্বেষণে ধারি বই বগল দাবা করে
আধুনিক শিক্ষিত ধনীরা আমায় উপহাস করে।


ভিক্ষার পাত্র হাতে ঘুরি দ্বারে দ্বারে
টাকা কামানোর বুদ্ধি নেই মোর মনে,
পরিজন, প্রতিবেশী বন্ধু তাইতো বোকা বলে
টাকা আর ক্ষমতা নেই বলে ঠাঁই এক কোলে।


ভিক্ষার পাত্র হাতে ঘুরি দ্বারে দ্বারে
রিক্ত হস্তে ফিরি গৃহ কোনে বারে বারে,
কোন এক অজ্ঞাত কারণে কেউ কেউ আদর করে
তাই নিয়ে অনেকে ঠাট্টাতামাশা করে।