বিরহী বন্ধু আমার কাঁদে বসে বসে
তাই না দেখে দুষ্টরা আজ হাসে,
বিরহী বলে হারানোর বেদনা বুঝবে কিসে
তোরা তো না পাওয়ার নতুন রসে।


বিরহী বন্ধু আমার কাঁদে বসে বসে
দুঃখের জ্বালায় মেটায় কষ্টের কাঁধে বসে,
বেদনা যে কাঁদায় শুধু তা নয়, কখনওবা হাসে
দুঃখ নিয়ে বিরহী বন্ধু নতুন বাসা বাধে।


বিরহী বন্ধু আমার কাঁদে বসে বসে
সান্ত্বনার সুরে কত না কথা ভাসে,
আকাশ পাতাল ভাবনার রসে
কষ্টেরা নানা রঙ্গে ভাসে।