আজ বাবা দিবস ২০১৯
বাবার জীবনের নেই কোন উনিশ বিশ,
আমরা কলম পেশা কেরানী
তাইতো বাবার প্রতি নেই কোন হিসেব নিকেশ।


গভীর রাত, নিস্তব্ধ প্রকৃতি
ঘুমানোর পূর্বে দিনের হিসাব মিলানো
বাবা তোমাকে খুব মনে পড়ছে।
তোমার বাবার ভিটা তোমার প্রিয়


আর আমার চাকুরী পেশা লেখালেখির নেশা,
তাইতো মার্কামারা মিলন হয় না হর হামেশা
তোমার জন্য চোখের কোনে জল
সে যে আমার সাগর অতল।


আমার ঘর ভর্তি খাবার
তোমার পছন্দের আচার,
আল্লাহ যা দিয়েছে তাতেই আমার ঢেঁড়ি
কিন্তু তোমাকে তো দিতে পারি না
অদৃশ্য দেয়াল তুলেছে শনির দশা।
বাবা আমায় ক্ষমা কর
কারণ মনের মতন করে তোমাকে পালতে পারলাম না।