আমি এক গৈ-গেরামের পোলা
সদাই পেয়েছি ছলনা আর অবহেলা,
নানা জন নানা ভাবে দেখায় কলা
কোনটি বিশ্বাসের আবার কোনটি লীলা
বিশ্বাস করতে নেই কোন অবহেলা।


আমি এক গৈ-গেরামের পোলা
শৈশবে বেড়ে উঠতে পেয়েছি হেলা ফেলা,
সাদা চামড়ার শালীনতার নানা মেলা
কখনও বা দেখেছি কতনা লীলা খেলা।


আমি এক গৈ-গেরামের পোলা
দেখছি নষ্টামি আর ভন্ডামির খেলা,
শিক্ষিত মানুষের বর্বরতার নানা খেলা
নাটকের আড়ালে অপকর্মে চালাচ্ছি ভেলা।