রহস্যময়ী মধ্যরাতে—
সিথানের পাশে এখন বসে থাকে সুখস্বপ্ন
পুঞ্জীভূত অন্ধকারের ঘোমটায় আচ্ছাদিত
হয়েও থেমে নেই দুঃস্বপ্নের মহড়া—
আগ্নেয়গিরি থেকে উদগত জমাট বাঁধা—
এই পাথরের সাথেই চলে ওদের শ্রেষ্টত্বের লড়াই


যদিও থেমে নেই—
অজ্ঞাতসারে পাহাড়ের কানে কানে
ঝরনা আর সমুদ্রের কাছে নীল ফেনিল
তরঙ্গমালার গল্প...
তবুও মধ্য বয়সী ইচ্ছেগুলো—
থেমে থেমে দূরবতী পাথরের কর্কশ দেওয়াল টপকে,
কাঙ্খিত সুপথ পেলেও; আলোখেঁকো অন্ধকার এগিয়ে যাওয়ার বাঁধা—
——এখনো নিয়মমাফিক চিত্তের অবিচল ভাব!