দেখেছিলাম জলের গায়ে বসন্ত পূর্ণিমায়,
চাঁদের গায়ে হেসেছিলে শান্ত তরঙ্গ দোলায়৷
প্রকৃতির স্পর্শে প্রকৃতি হতে চলে গেলে হায়!
শান্ত তরঙ্গ অশান্ত তরঙ্গে লাফায়!
হারালাম চন্দ্র হতে হাসোজ্জল মুখ,
হারালাম চিত্ত হতে স্বপ্নলোকের সুখ!
তপন-উদয়ে গগন হতে নিলে যে বিদায়!
দেখিতে চাই ফের বসন্ত পূর্ণিমায়!!