ক্লাসে যে মেয়েটা খুব চঞ্চল ছিলো,
ঠাট্টা-তামাশা হাসিতে মেতে থাকতো,
একটা সময় পর সে মেয়েটাও খুব গম্ভীর হয়ে যায়।


যে মেয়েটা সারাক্ষণ কোলাহলে থাকতে পছন্দ করতো
সুযোগ পেলে ক্লাস ফাঁকি দিয়ে ঘুরে বেড়াতো,
একটা সময় পর সে মেয়েটাও একা বাঁচতে চায়।


যে মেয়েটা দিন রাত পড়ার টেবিলে ব্যস্ত থাকতো
ডাক্তার হওয়ার স্বপ্ন মনের ভেতর লালন করতো,
একটা সময় পর সে মেয়েটাও পড়তে ভুলে যায়।


প্রথম প্রথম সব কিছুর উপর অনেক জোর থাকে,
আগ্রহ থাকে মোহ থাকে;
কিন্তু ধীরে ধীরে সেসব ইচ্ছে গুলোও মরে যায়,
যা হতে চায়নি তার ঠিক উলটোদিক হয়,
কারণ মানুষ যা চায় তা ঠিক ভাবে পায় না ৷


আবার কিছু চাওয়া পাওয়া পূর্ণতা পেলে
ইচ্ছে, আবেগ আগ্রহ সব মরে যায়,
নতুন করে আর পাওয়ার ইচ্ছে থাকে না
বা সে মানুষটা থেকে নতুন কিছু পেতেও ইচ্ছে করে না৷


কাউকে খুব ভালো লাগলে ততক্ষণ আগ্রহ থাকে
যতক্ষণ অপরপক্ষ না জানে বা সম্মতি না দেয়,
একটাবার সম্পর্কের সম্মতি পেলেই ধীরে ধীরে
সব মায়া,ভালো লাগা কমতে থাকে।
মানুষ না পাওয়া পর্যন্ত আগ্রহ চালিয়ে যায়,
পেয়ে গেলে গুরুত্ব কমে  যায়,
আবার হারিয়ে ফেললে মূল্যায়ন বেড়ে যায় ।