সবকিছু তোর লাগে ভালো,
লাল-নীল, সাদা-কালো ।
শুধু আমার লাগেনা ভালো,
আমাতে তোর কি হলো।।


ওরে আমি না হয় ছন্নছাড়া,
মনটা চলে উড়াল দিয়া বেপরোয়া।
তোর কাছে এই মনটা দিলাম,
দেখি না মোর কি হলো।।


সবকিছু তোর লাগে ভালো,
লাল-নীল, সাদা-কালো।


ওরে আমি না হয় আকাশ দেখি,
আকাশে তোরেই আঁকি।
তুই তো আমার পরান-পাখী,
দেখে যা মোর কি হলো।।


সবকিছু তোর লাগে ভালো,
লাল-নীল, সাদা-কালো।


ওরে আমার না হয় মোন উদাসী,
খুঁজে ফেরে গায়ে-কাশী।
পিরিচ করে পড়লো ফাঁসি,
মনটা তবুও দিলিনাতো।।


সবকিছু তোর লাগে ভালো,
লাল-নীল, সাদা-কালো।
শুধু আমার লাগে না ভালো,
আমাতে তোর কি হলো।।