যেথায় আমার জন্মস্থান বেড়ে উঠা
অনিন্দ্য সুন্দর আমার গ্রামখানা।
আমার শিশু-কিশোর-শৈশব কেটেছে
গাঁয়ের প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমিতে।
পলিমাটির উর্বরতায় সমৃদ্ধ মোর গ্রামখানা
সোনালী ফসলে ভরপুর বাংলার জমিজমা।


স্নিগ্ধ কোমল বাতাসের নিরিবিলি পরিবেশে
সহজ সরল মানুষ বসবাস করে মিলেমিশে।
সৌন্দর্যের মাঝে প্রকৃতির অপার ভালবাসায়
মানুষে মানুষে বসতি গড়েছে মায়া-মমতায়।
কুঞ্জবনে পাখির কন্ঠের সুমধুর গানের আকর্ষণে
ছুটে চলি ছায়া সুনিবিড় মনোরম নিরিবিলি গাঁয়ে।
মা-মাটি-জন্মভূমি-জননীর শিকড়ের টানে--
বার বার ফিরে আসি নয়নাভিরাম গাঁয়ে
মায়া -মমতা আর ভালবাসার আহবানে।
-----------------------০----------------------
সময়ঃ ১১ঃ০০
তারিখঃ ৩০/৪/২২
স্থানঃ আনন্দ ডিজিটাল মডেল স্কুল।