আমি আধুনিক বেহায়া পরী
যখন যা মন চায়, তাই করি
ইচ্ছা হলে রাত বেড়াতে ঘুরি
অঘটনে পড়লে কেঁদে মরি।


আমি এক সর্বনাশা পরী
সব অশুভ পদতলে মারি
আমি আসন্ন অশুভ শক্তি
আজি কারো নেই মুক্তি।


আমি এ কালের নির্লজ্জ পরী
মন চাইলে যাকে তাকে ধরি,
প্রয়োজনে ঘর-সংসার বাঁধি
সুযোগ বুঝে সরেও পড়ি।


আমি নির্যাতিত পরী
যার সাথেই ঘর বাঁধি
সেই আমাকে যায় ছাড়ি
মুখে শুধু বলে আমি সরি।