ইতিহাসের ভিতরে ইতিহাস


আজো উন্মোচিত হয়নি
মানব সৃষ্টি ইতিহাসের সত্যতা, কারণ-
পৃথিবীর ইতিহাস যে- অতি গোপনীয়
জানা - অজানার ইতিহাস।
রহস্য দ্বারা আবৃত
বাস্তব - অবাস্তবের ইতিহাস।
ন্যায়কে পরাস্ত করা
অতি গোপনে অথবা প্রকাশ্যে;
অন্যায়ের ইতিহাস।
সত্যের সাথে মিশ্রিত
কুৎসিত মিথ্যার ইতিহাস।
অতি আনন্দের মাঝে
হৃদয় ভাঙ্গা বিষাদের ইতিহাস।
স্বার্থের কারণে ভালবাসা বিনষ্ট হয়ে
সৃষ্টি তীব্র ঘৃণার ইতিহাস।
আস্তিকের আস্তানায় অনুপ্রবেশ ঘটে
নাস্তিকের অযৌক্তিক ইতিহাস।
পুরুষের আসনে নারী
নারীর বসনে পুরুষ!
এ এক নারী পুরুষেরর তাজ্জব ইতিহাস।


পৃথিবীর ইতিহাস, উত্থান হতে না হতেই
নিশ্চিত পতনের ইতিহাস।
জয়কে পরাভূত করে
অন্যায়ভাবে বিজিত হওয়ার ইতিহাস।
স্বাধীনকে অন্যায়ভাবে বন্দী করে
পরাধীন রাখার ইতিহাস।
শাসকের নির্মম নির্যাতনের দহনে
শোষিতের মর্মবেদনার ইতিহাস।
উচ্চ শ্রেণি কর্তৃক নীচু শ্রেণিকে
শোষণ নির্যাতনের ইতিহাস।
ইতিহাসের ভিতরে ইতিহাস
হরেক রকম ইতিহাস!
অলিখিত ইতিহাস!
অঘোষিত ইতিহাস!
অপ্রকাশিত ইতিহাস!
পরনির্ভরশীলতার ইতিহাস!
যন্ত্রণার ইতিহাস!
বর্বর ইতিহাস!
মৃত্যুর ইতিহাস!!
ইতিহাসের ভিতরে ইতিহাস।


______________________________
পথিক
২৯.০৩.১৭
কলমাকান্দা, নেত্রকোণা।