এতোদিন শুধু মনেই আঘাত পেয়েছি
মানসিক কষ্ট সইতে সইতে কখন যে-
শরীরটাও নষ্ট হয়ে গেছে টের পাইনি।
বেশ কিছুদিন ধরে বাম পাশের পাঁজরের নিচে-
একটা টিউমার জনিত ব্যথা অনুভব করি,
আস্তে আস্তে সেটা বেশ ফোলে ফেঁপে উঠে
ব্যথাও ফোলার সাথে সাথে পাল্লা দিয়ে তীব্র হতে থাকে
আজ ডাক্তারখানায় গেছি দেখাবো বলে-
ডাক্তারসাব সকল বিবরণ শোনে ও দেখে-
হাতে কিছু টেস্ট ধরিয়ে দিলো।
পরীক্ষা করার পর কি রিপোর্ট আসবে জানা নেই
জীবনের বাকী যেকয়টা দিন বাঁচবো,
হয়তো বা অজ্ঞাতনামা রোগের সাথে বসবাস হবে।
সেটা হতেও পারে মরণব্যাধি!
জানিনা এ সুন্দর ভুবনে আর কি ফিরা হবে?
দেখিতে পারিব কী এ পৃথিবীর নয়নাভিরাম
আলো বাতাস রুপ রস ও গন্ধ?
আমি এত অল্প বয়সে মরতে চাই না
আরো কিছুটা সময় বাঁচতে চাই,
প্রাণ ভরে নিশ্বাস নিতে চাই আপন ভুবনে
একান্ত নিজের মতো করে।
আফসোস হয় আমার নিজের জন্য
আরো কিছু করতে চাই নতুন কিছু,
সুন্দর করে বাঁচতে চাই আলোর জগতে।
অজানাকে জানতে চাই
অচেনাকে চেনতে চাই
অদেখাকে দেখতে চাই
অজয়কে জয় করতে চাই।
অনেক কিছু করতে চাই।
তবে দেহ-মন আর চলে না
তোমাকেও কিছু বলিনা
দুঃখ-কষ্ট নিযে ভাবি না
জীবনে পেয়েছি শুধুই বঞ্চনা।
------------------------------০-----------------------
সময়ঃ ১২: ২০
তারিখঃ ০৬/০৪।২২
স্থানঃ পুলিশ লাইন, ময়মনসিংহ ।